Smart-ICT is committed to maintaining transparency, trust, and quality in professional skill development. Your success is backed by certificates you can confidently verify—anytime, anywhere.
আজকের ডিজিটাল যুগে একটি সার্টিফিকেট কেবল কাগজ নয়—এটি আপনার দক্ষতা ও অর্জনের প্রমাণ। কিন্তু নিয়োগকর্তা, প্রতিষ্ঠান বা সংগঠনগুলোর কাছে এই সার্টিফিকেটের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেজন্যই SMART ICT নিয়ে এসেছে মৌলভীবাজারের প্রথম অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন সিস্টেম।
এখন থেকে আপনার সার্টিফিকেট হবে আরও বিশ্বাসযোগ্য, আরও গ্রহণযোগ্য, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।
আমাদের যেকোনো কোর্স সম্পন্ন করার পর আপনি একটি ইউনিক ভেরিফিকেশন কোডসহ সার্টিফিকেট পাবেন।
এই কোডটি আমাদের ওয়েবসাইটে বসালেই সাথে সাথে দেখা যাবে—
ফলে যে কেউ, যেকোনো জায়গা থেকে আপনার সার্টিফিকেট যাচাই করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডে।
কোম্পানি বা HR টিম সহজেই জানতে পারবে আপনার সার্টিফিকেট সত্য ও যাচাই করা। এতে আপনার নির্বাচন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান, দূতাবাস, বা বিদেশি সংস্থা এখন অনলাইনে আপনার সার্টিফিকেট দেখেই নিশ্চিত হতে পারবে—আপনি প্রশিক্ষিত।
অনেক জায়গায় ভুয়া সার্টিফিকেটের সমস্যা দেখা যায়। আমাদের সিস্টেম নিশ্চিত করে যে আপনার সার্টিফিকেট ১০০% অথেন্টিক।
কাগজ হারালেও ডিজিটাল ভেরিফিকেশন থাকায় আপনি সবসময় আপনার অর্জনের প্রমাণ দেখাতে পারবেন।
আমরা সবসময় চাই আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের সুবিধা পাক।
তাই SMART ICT প্রথমবারের মতো এই আধুনিক ফিচারটি যুক্ত করেছে, যা আপনাকে দিচ্ছে—
বিশ্বমানের সার্টিফিকেট ভেরিফিকেশন
আধুনিক শিক্ষণব্যবস্থা
ক্যারিয়ারে লিড নেওয়ার সুযোগ
Posted on Masum Sheikh Hello beautiful people, I have successfully completed a computer training course at Smart ICT, where I gained practical knowledge of MS Word, Excel, and PowerPoint. The instructors are highly professional, supportive, and explain concepts clearly with hands-on guidance. This course has significantly improved my computer skills and confidence. I highly recommend Smart ICT to anyone seeking quality computer training. Thank you, Nahid sir, Jubayer sir and Mujahid sir ❤️❤️❤️Posted on Meherin mou Hello everyone I’m a student of Smart ICT, Moulvibazar. The Office Applications Program was really helpful and practical. I learned MS Word, Excel, PowerPoint, Internet & Basic AI. Highly recommended for all students.Posted on Juma Akther This is Juma Akther. I completed basic computer private course. It was 1 month I finished all topic. This course help me to learn new things. Thank You Smart ICT for everything.Posted on Queen Hadisa Ami saniya akther. Ami smart ict 138 batch er student. Smart ict all teachers kub friendly and helpful. Sob teacher er behavior onk besi sundor. Tara amare kub sundor kori bujaiya dein. Amr deka sobtaki best computer training center.Posted on Sami Ahmed আলহামদুলিল্লাহ আমি smart ict তে office application programme course করে অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ মুজাহিদ স্যার এবং নাহিদ স্যার কে।Posted on Juti Akther Ami Tina Akther Juti, Batch 138 nbr er student,Majharul Sir amader Instrudecter uni kubb valo shikan onek sundor class nen..Smart ICT একটি অত্যন্ত বিশ্বস্ত ও পেশাদার IT সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তাদের ট্রেনিং, সার্ভিস এবং সাপোর্ট—সবকিছুই ভালো মানের। বিশেষ করে তারা যেভাবে নতুন শিক্ষার্থীদের সহজভাবে বোঝায় এবং practically কাজ শেখায়, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমি ব্যক্তিগতভাবে তাদের শিক্ষকদের আচরণ, গাইডলাইন এবং সাপোর্ট সিস্টেম খুব পছন্দ করেছি। কোর্সের কন্টেন্ট আপডেটেড, ক্লাসগুলো সময়মতো হয়, এবং প্রতিটি সমস্যায় তারা দ্রুত সাহায্য করে। IT স্কিল শেখা বা ক্যারিয়ার গড়ার জন্য Smart ICT একটি দুর্দান্ত জায়গা। ✔️ ভালো দিকগুলো: অভিজ্ঞ ও সহায়ক ইনস্ট্রাক্টর প্র্যাক্টিক্যাল-ভিত্তিক ট্রেনিং আপডেটেড কোর্স মডিউল বন্ধুসুলভ পরিবেশ ভালো সাপোর্ট ও গাইডলাইনPosted on Micheal Manar “Smart ICT-তে করা কোর্সটি আমার শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। সময়মতো ক্লাস, দক্ষ ট্রেইনার এবং সহায়ক পরিবেশ—সব মিলিয়ে এটি একটি বিশ্বস্ত ট্রেনিং সেন্টার। যারা কম্পিউটার স্কিল উন্নত করতে চান, তাদের জন্য Smart ICT ভালো একটি পছন্দ।”..🙂Posted on Mahi Emad Best driving Institute in Moulvibazar. Smart ict is the best driving school in Moulvibazar.Posted on ALI PA RT HO Best Driving school in Moulvibazar. I learn driving from smart ict.
A leading Global Skills and Language Institute In Moulvibazar, its journey in 2015 with a strong focus on professional training, we offer essential digital and language skills.